জ্যান্তে মরার সেই প্রেম-সাধনা সেকি পারবি তোরা
জ্যান্তে মরার সেই সেই প্রেম-সাধনা সেকি পারবি তোরা
যে প্রেমে কিশোরী-কিশোর মজেছে দুই জনে তারা।।
তারা সেধেছিল অরুণের কিরণ
কমলিনী প্রফুল্লা বদন
তেমনি গতি সাধনে রতি
আকর্ষণে টানে, সেকি পারবি তোরা।।
কামে থেকে নিষ্কামী যে হয়
কামরূপে প্রেম শক্তির আশ্রয়
লালন ফকির ফাঁকে ফেরে
কঠিন দেখে শুনে, সেকি পারবি তোরা।
সামর্থা আর শম্ভু রসের মান
উভয় জনের সমান সমান
লালন ফকির ফাঁকে ফেরে
কঠিন দেখে শুনে, সেকি পারবি তোরা।।
................................................
এই প্রক্ষিপ্ত বাক্যগুলোও পাওয়া যায়
শোষায় শ্বাসায় নাহি ছাড়ে শ্বাস
উজান তরী চালায় বার মাস
তার ফন্দি জানা বিষম সেনা,
কঠিন জীবের মনে, সে কি পারবি তোরা ।।
ছাপবার জন্য এখানে ক্লিক করুন